Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

ইমামে আলী মাকামের একটি খুতবা

শেষে আসুন! ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُ এর একটি শিক্ষামূলক খুতবা শুনি: তারিখে ইবনে আসাকিরে আছে, কারবালার দিনে ১০ই মুহাররমুল হারামের সকালে ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ খুতবা দিতে গিয়ে বলেন: হে আল্লাহর বান্দারা! আল্লাহ পাককে ভয় করো! এবং দুনিয়া থেকে বেঁচে থাকো! নিঃসন্দেহে এই দুনিয়াতে যদি কারো চিরকাল থাকার হতো, তবে অবশ্যই আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام চিরকাল থাকতেন, কিন্তু আল্লাহ পাক এই দুনিয়াকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এখানকার বাসিন্দারা সবাই নশ্বর হওয়ার জন্যই তৈরি হয়েছে, দুনিয়ার নতুন জিনিস পুরনো হয়ে যায়, এখানকার নিয়ামত শেষ হয়ে যায়, এখানকার (আনন্দ) শেষ হয়ে যায় (সুতরাং)! সফরের (সরঞ্জাম) তৈরি করো! নিঃসন্দেহে সর্বোত্তম সফরের সরঞ্জাম (তাকওয়া) আল্লাহ পাককে ভয় করো! যাতে তোমরা সফল (Successful) হতে পারো...!! (তারিখে মদীনা দামিশক, খন্ড: ১৪, পৃষ্ঠা: ২১৮)

আল্লাহ পাক আমাদেরও খোদাভীতি এবং দুনিয়ার প্রতি (নির্লিপ্ততা) নসীব করুক এবং কবর আখিরাতের প্রস্তুতির তৌফিক দান করুক

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم