Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

হে খাজানা বাট রাহা আসহাব আহলে বাইত

ফজলে রব সে দো জাহামে কামিয়াবি পায়েগা

দিল সে জো শায়দা হুয়া আসহাব আহলে বাইত কা

(ওসাইলে ফিরদাউস, পৃষ্ঠা: ৩৫)

ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ  এর সংক্ষিপ্ত পরিচিতি

* সুলতানে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ রাসূলের নাতি
* মাওলায়ে কায়েনাত, মাওলা আলী এবং রাসূলের কলিজার টুকরা, সাইয়্যিদা ফাতিমা বতুল رَضِیَ اللهُ عَنْہَا এর শাহজাদা * ইমাম হুসাইন
رَضِیَ اللهُ عَنْہُ ৫ই শাবান, হিজরীতে মদীনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন
* প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم    তাঁর নাম: হুসাইন (শাব্বির) রাখেন * ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর কুন্নিয়াত: আবু আব্দুল্লাহ * উপাধি: সিবতে রাসূল (রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতি) এবং রাইহানাতুর রাসূল (অর্থাৎ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল)

প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জন্মের সাথে সাথেই তাঁর শাহাদাতের খবরও প্রসিদ্ধ (Famous) হয়ে গিয়েছিল হযরত জিবরীল আমীন عَلَیْہِ السَّلَام রিসালাতের দরবারে উপস্থিত হয়ে খবর দিয়েছিলেন যে, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার উম্মত আপনার নাতিকে শহীদ করে দেবে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام তাঁর শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও রিসালাতের দরবারে পেশ করেছিলেন

্রিয় ইসলামী ভাইয়েরা! তাকদীরের লেখা পূর্ণ হলো। ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাঁর ৭২ জন বিশ্বস্ত সঙ্গীর সাথে ১০ই মুহাররমুল হারাম, ৬১ হিজরীতে কারবালার ময়দানে ইয়াযীদ পাপিষ্ঠের বিরুদ্ধে হকের আওয়াজ সুউচ্চ করতে গিয়ে, নানার দ্বীনের প্রহরী হয়ে, যুলুম সহ্য করে, দুঃখ ও কষ্টের পাহাড়ের সামনে অবিচল থেকে অত্যন্ত সম্মানের (Respect) সাথে, সাহসিকতার (Bravery) সাথে, শান ও শওকতের সাথে শহীদ হলেন এবং কিয়ামত পর্যন্ত বাতিল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, হকের পথে চলার,