Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

(হাদাইকে বখশিশ, পৃষ্ঠা: ৩৩৯)

আল্লাহ পাক আমাদেরও ক্ষমা করার, মন্দের (প্রতিদান) (ভালো) দিয়ে দেওয়ার তৌফিক দান করুক

ইমামে আলী মাকামের শিক্ষামূলক কবিতা

ইসমাঈল বিন ইবরাহীম বলেন: একবার ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কবরস্থানে গেলেন এবং আরবী ভাষায় কবিতা পড়লেন (যার অনুবাদ নিম্নরূপ): আমি কবরবাসীদের ডাকলাম, কিন্তু তারা নীরব (Silent) রইল তারপর তাদের কবরের মাটি আমাকে জবাব দিল, বললো: তুমি কি জানো, আমি আমার বাসিন্দাদের কী (অবস্থা) করেছি? আমি তাদের (মাংস) ছিঁড়ে নিয়েছি, (পোশাক) ছিঁড়ে ফেলেছি, তাদের চোখ গলিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছি, তাদের অস্থিসন্ধি আলাদা আলাদা করে দিয়েছি, তাদের (হাড়) ভেঙে দিয়েছি এবং তাদের দেহগুলো সম্পূর্ণ গলিয়ে দিয়েছি এবং তাদের উপর দুর্যোগ দীর্ঘায়িত হয়েছে

(তারিখে মদীনা দামিশক, খন্ড: ১৪, পৃষ্ঠা: ১৮৭)

বিপদ তো কবরের ভেতরে

রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি যখন কবর দেখতেন, তখন বলতেন: উপর থেকে এই কবরগুলো কী সুন্দর দেখাচ্ছে, কিন্তু বিপদ তো এদের ভেতরে

! اَللهُ! اَللهُহে আল্লাহর বান্দারা...! দুনিয়ায় মগ্ন হয়ে যেয়ো না! নিঃসন্দেহে কবর আমলের ঘর (অর্থাৎ সেখানে আমলই সাথে যাবে), নেক আমল করে নাও! থেকে (Carelessness) (উদাসীনতা) করো না...!! (বুস্তানুল ওয়ায়েযীন, পৃষ্ঠা: ১৫৭)

কবর রোওযানা ইয়ে করতি হে পুকার

মুঝমে হে কিড়ে মাকুড়ে বেশুমার

ইয়াদ রাখ! মাই হু আন্ধিরি কোঠরি

তুঝকো হোগি মুঝ মে সুন! ওয়াহশত বড়ি

মেরে আন্দার তু একেলা আয়ে গা

হা মগর মাল লেতা আয়ে গা

ঘুপ আন্ধিরি কবর মে যব যায়ে গা

বে আমল বে ইন্তিহা ঘাবরায়ে গা