Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

ভালোবাসা রাখে (বুখারী,, পৃষ্ঠা: ৯৩৪, হাদীস: ৩৬৮৮) যদি আমরা মুখে ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার দাবি করতে থাকি কিন্তু ইমামে আলী মাকাম ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর মোবারক জীবনীকে গ্রহণ না করি, তাহলে আমাদের ভালোবাসা অসম্পূর্ণ কারণ প্রেমিক তার মাহবুবের পিছনে পিছনে চলে হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাঁর মোবারক চেহারায় তাঁর নানাজান রহমতে আলামিয়ান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সুন্নত দাড়ি শরীফ সাজিয়ে রেখেছিলেন তাঁর আব্বাজান মাওলা মুশকিল কুশা رَضِیَ اللهُ عَنْہُ এর ঘন (অর্থাৎ পরিপূর্ণ) দাড়ি শরীফ ছিল আমরা চিন্তা করি, আমাদের চেহারায় কি এই সুন্নতে রাসূল  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আছে? ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাঁর মোবারক জীবনের শেষ ফজরের নামায নিজের তাঁবুতে (Tent) বা-জামাত আদায় করেছিলেন, যখন শত্রুরা চারদিক থেকে তলোয়ার চমকাচ্ছিল আহলে বাইতে আতহার  عَلَیْہِمُ الرِّضْوَان এর আসল ভালোবাসা তাঁদের অনুসরণ করার মধ্যেই নিহিত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُ এর মোবারক জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে, আমাদের পাঁচ ওয়াক্ত নামায বা-জামাত আদায় করা উচিত এবং সময় এলে দ্বীনের খাতিরে সব ধরনের কুরবানী পেশ করার জন্য প্রস্তুত থাকা উচিত আল্লাহ করীম আমাদের সাহাবা আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ এর প্রতি সত্যিকারের ভালোবাসা নসীব করুক

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

মোবারক পোশাকে সুন্নতের প্রতি লক্ষ্য রাখা

ইমামে আলী মাকামের দরজী (Tailor), যার কাছ থেকে তিনি কাপড় সেলাই করাতেন, সে বলে: আমি ইমামে আলী মাকাম رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে আরয করলাম: পোশাকের দৈর্ঘ্য কি পায়ের পাতা পর্যন্ত রাখবো? তিনি বললেন: না আমি আরয করলাম: টাখনুর নিচে পর্যন্ত রাখবো? তিনি বললেন: مَا اَسْفَلَ مِنَ الْکَعْبَیْنِ فِی النَّارِ অর্থাৎ যে কাপড় টাখনুর নিচে ঝুলে থাকে, তা জাহান্নামের আগুনে যাবে

(মাকতালুল হুসাইন লিত-তাবারানী, পৃষ্ঠা: ৩৩, ক্রম: ২৮)

্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো, ইমামে আলী মাকাম رَضِیَ اللهُ عَنْہُ সুন্নতসমূহের প্রতি লক্ষ্য রাখতেন। পোশাকে সুন্নত হলো এই যে, তহবন্দ (বা সালোয়ার