Book Name:Imam e Hussain Ki Seerat
দুনিয়াবী ভোগ-বিলাস ছেড়ে দিয়েছি, আমাদের সব আকাঙ্ক্ষা মিটিয়ে দিয়েছি এবং আমাদের জীবন অন্যদের আকাঙ্ক্ষা (Wishes) পূরণের জন্য উৎসর্গ (Dedicate) করে দিয়েছি। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ১১৫)
!سُبْحَانَ الله কী শান ইমামে আলী মাকাম رَضِیَ اللهُ عَنْہُ এর ...!!
গরীব-মিসকিনদের প্রতি ভালোবাসা
একবার ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সম্মানিত স্ত্রী (Wife) তাঁকে এই বার্তা পাঠালেন যে, আমরা ঘরে আপনার জন্য সেরা খাবার এবং সুগন্ধি (Perfume) তৈরি করে রেখেছি। আপনি যাকে আপনার যোগ্য মনে করেন, তাকে সাথে নিয়ে ঘরে তাশরীফ আনুন। এই বার্তা শুনে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ মসজিদে তাশরীফ নিয়ে গেলেন। সেখানে যে গরীব-মিসকিনরা জমা হয়েছিলেন, তাদের সাথে নিয়ে ঘরে এলেন এবং সম্মানিত স্ত্রীকে বললেন: আমি তোমাকে তোমার হকের কসম দিচ্ছি! তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না। সম্মানিত স্ত্রী তেমনই করলেন, সমস্ত খাবার ও সুগন্ধি হাজির করলেন। ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ সেই গরীব-মিসকিনদের খাবার খাওয়ালেন, তাদের কাপড় দান করলেন এবং সুগন্ধিও লাগিয়ে দিলেন। (মাকারিমুল আখলাক লিত-তাবারানী, পৃষ্ঠা: ১০৪, ক্রম: ১৭২)
!سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! কী অপূর্ব শান...!! আমাদের আকা, আমাদের মাহবুব, রাসূলের নাতি, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ গরীবদের সাথে কেমন ভালোবাসা রাখতেন! হায়! আমরাও যদি গরীবদের ভালোবাসতাম, তাদের কাজে আসতাম, মিসকিন, ইয়াতীম, অসহায়দের দুঃখ ভাগ করে নিতাম।
গরীবদের মন জয় -এর গুরুত্ব
গরীবদের (মন জয়)-এর কতটা গুরুত্ব, তার আন্দাজ এই (বিষয়) থেকে করুন যে, আল্লাহ পাক তাঁর প্রিয় নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে হুকুম দিয়েছেন:
وَ اصْبِرْ نَفْسَکَ مَعَ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّہُمْ بِالْغَدٰوۃِ وَ الْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْہَہٗ