Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

উন দু কা সদকা জিন কো কাহা মেরে ফুল হে-

কিজে রযা কো হাঁশর মে খান্দানে মিসালে গুল

(হাদাইকে বখশিশ, পৃষ্ঠা: ৭৭)

আশেকে সাহাবা আহলে বাইত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ, 'লা হযরত  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই কবিতার ব্যাখ্যা এভাবে করেন: ‘ দুজনদ্বারা উদ্দেশ্য হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا 'লা হযরত  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই দুজনের সদকা রিসালাতের দরবারে পেশ করেছেন যে, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, আপনি আপনার এই দুই ফুলের সদকায় রযার উপর এমন দয়া করুন যেন রযাও কিয়ামতের দিন ফুলের (Flower) মতো হাসতে থাকে (দোস্ত কাকে বানানো উচিত?, পৃষ্ঠা: ২১)

পাক পাঞ্জাতনও ...!! জান্নাতী! জান্নাতী!

বর্ণনায় এসেছে: একবার আল্লাহ পাকের সর্বশেষ নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রিয় শাহজাদী হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরে তাশরীফ নিয়ে গেলেন সময় হযরত আলী মুর্তজা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ ঘুমিয়ে ছিলেন ইমাম হাসান মুজতবা দুধ চাইলেন প্রিয় আকা, রসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দাঁড়িয়ে নিজের রহমতভরা হাতে বকরীর দুধ (Goat Milk) দোহন করলেন এখনও ইমাম হাসান
رَضِیَ اللهُ عَنْہُ কে দেননি, এমন সময় ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ দুধ চাইলেন মহান মর্যাদার অধিকারী, মক্কী মাদানী তাজদার  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: (বৎস)! প্রথমে তোমার ভাই দুধ চেয়েছে, আমরা প্রথমে তাকে পান করাবো, তারপর তোমাকে দেবো এটা দেখে সাইয়্যিদা ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মনে হচ্ছে আপনি হাসানকে বেশি ভালোবাসেন...!! তিনি ইরশাদ করলেন: আমি দুজনকেই ভালোবাসি নিঃসন্দেহে আমি, তুমি, এই দুজন (অর্থাৎ হাসান হুসাইন) এবং এই ঘুমন্ত ব্যক্তি (অর্থাৎ হযরত আলী মুর্তজা رَضِیَ اللهُ عَنْہُمْ ) কিয়ামতের দিন একই জায়গায় থাকবো (তারিখে মদীনা দামিশক, খন্ড: ১৪, পৃষ্ঠা: ১৬৪)

হার সাহাবীয়ে নবী -জান্নাতী জান্নাতী-

সব সাহাবিয়্যাত ভি! জান্নাতি জান্নাতি