Book Name:Imam e Hussain Ki Seerat
প্রিয় সে-ই, যে আল্লাহ পাকের ইয়ালকে সবচেয়ে বেশি (উপকার) পৌঁছায়। (মাওসূ'আ ইবনে আবিদ দুনিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৫৯, হাদীস: ২৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ
لِلّه আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দা'ওয়াতে ইসলামী, প্রিয় আকা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুঃখী উম্মতের দুঃখ ভাগ করে নেওয়ার সংগঠন। দা'ওয়াতে ইসলামীর FGRF
বিভাগ বিশেষত এই উদ্দেশ্যে কাজ করে । গরিব, অসহায়, এতিম, মিসকীনদের সহানুভূতি করা, তাদের সহযোগী হওয়া, তাদের সাহায্য করা, বিপদের সময়ে উম্মতের সাহারা হওয়া, বিপদগ্রস্তদের সাহায্য করা বিশেষ কাজের অন্তর্ভুক্ত। আপনারাও (FGRF)
এর সঙ্গ দিন নেক কাজে অংশ নিন।
(اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم!) দুনিয়া ও আখিরাতের অগণিত কল্যান নসীব হবে ।
হো মেরা কাম গারিবো কি হিমায়ত কর না-
দরদ মন্দো সে যায়িফোঁ সে মুহব্বত কর না
মেরে আল্লাহ ! বুরায়ি সে বাচানা মুঝকো –
নেক জো রাহ হো, উস রাহ পে চালানা মুঝকো
ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ ক্ষমাকারী
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন
رَضِیَ اللهُ عَنْہُ এর একটি প্রিয় অভ্যাস এটাও ছিল যে, যে-ই তাঁকে কষ্ট দিত, তিনি তাকে ক্ষমা করে দিতেন। অতঃপর ইসাম বিন মুসতালিক, যে মাওলায়ে কায়েনাত মাওলা আলী رَضِیَ
اللهُ عَنْہُ এর সাথে বিদ্বেষ রাখতো, সে একবার ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ
اللهُ عَنْہُ এর সামনে তাঁর আব্বাজান মাওলা আলী رَضِیَ
اللهُ عَنْہُ কে মন্দ বলতে শুরু করলো। এর উপর ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাকে কিছুই বললেন না, কোনো retaliatory (প্রতিশোধমূলক) পদক্ষেপও নিলেন না, বরং اَعُوْذُ
بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ এবং بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পড়ে এই আয়াতগুলো তিলাওয়াত করলেন:
خُذِ الْعَفْوَ وَ اْمُرْ بِالْعُرْفِ وَ اَعْرِضْ عَنِ الْجٰہِلِیْنَ (۱۹۹) وَ اِمَّا یَنْزَغَنَّکَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰہِ ؕ اِنَّہٗ سَمِیْعٌ عَلِیْمٌ (۲۰۰) اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّہُمْ طٰٓئِفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَکَّرُوْا فَاِذَا ھُمْ مُّبْصِرُوْنَ
(পারা ৯, আল আরাফ, আয়াত ১৯৯-২০১) হে মাহবুব! ক্ষমাপরায়নতা অবলম্বন করুন, সৎ কর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে এবং হে শ্রোতা! যদি শয়তান তোমাকে