Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖنط

اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله         وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله           وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله

نَوَیْتُ سُنَّتَ الْاِعْتِکَاف

 (অর্থাৎ আমি সুন্নাত ইতিকাফের নিয়্যত করলাম)

দরূদ শরীফের ফযীলত

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সর্বশেষ নবী, রসূলে হাশেমী, মক্কী মাদানী, মুহাম্মাদে আরাবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর বরকতময় দরবারে দরূদ সালামের তোহফা পেশ করা অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং দরূদ শরীফ পাঠ না করা অনেক বড় বঞ্চনা  আমাদের উচিত দরূদ শরীফ পাঠ করার অত্যাবশ্যকীয় অভ্যাসে(Habit) পরিণত করা  আসুন! সুলতানে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত ২টি হাদীস শরীফ শ্রবণ করি: () ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: আমার নানাজান, সুলতানে দোজাহান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যার সামনে আমার আলোচনা করা হলো, আর সে আমার উপর দরূদ শরীফ পাঠ করলো না, নিঃসন্দেহে সে জান্নাতের রাস্তা ভুলে গেলো (মু'জামুল কাবীর, খন্ড: , পৃষ্ঠা: ২৪৯, হাদীস: ২৮১৮)

() ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ হতেই বর্ণিত আছে, দোজাহানের তাজদার, মক্কী মাদানী সরদার  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেছেন: কৃপণ ব্যক্তি যার নিকট আমার আলোচনা করা হলো, অতঃপর সে আমার উপর দরূদ পাঠ করলো না (তিরমিযী, পৃষ্ঠা: ৮১১, হাদীস: ৩৫৪৬)

পড়তা রাহা  কসরত সে দুরুদ উন পে সদা মায়ঁ

আউর যিকির কা ভি শাউক পায়ে গাউস রযা দে

(ওসাইলে বখশিশ, পৃষ্ঠা: ১১৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد