Book Name:Imam e Hussain Ki Seerat
ঘটতে চলেছিল, প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা নূরে নবুওয়্যাত দ্বারা দেখে নিয়েছিলেন। একারণে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে এত গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।
(মিরআতুল মানাজীহ, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৭৯)
ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার ফযীলত
অতঃপর প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটাও ইরশাদ করেছেন যে, اَحَبَّ اللهُ مَنْ اَحَبَّ حُسَیْنًا অর্থাৎ যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। (তিরমিযী,, পৃষ্ঠা: ৮৫৭, হাদীস: ৩৭৮২)
! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু চিন্তা করুন! ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ঈমানী ভালোবাসা রাখা কত বড় ফযীলতের বিষয় যে, যে ব্যক্তি ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে ভালোবাসে, সে বান্দা আল্লাহ পাকের মাহবুব (প্রিয়) হয়ে যায়।
সে জান্নাতে আমাদের সাথে থাকবে...!!
ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর মহান বাণী: যে আমাদের সাথে দুনিয়ার জন্য ভালোবাসা রাখে, সে তো দুনিয়াদার; সে তো যেকোনো ভালো বা মন্দের সাথে ভালোবাসা স্থাপন করে । হ্যাঁ! যে আমাদের সাথে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসা রাখে, সে এবং আমরা কিয়ামতের দিন এমনভাবে একসাথে থাকবো, এই বলে তিনি শাহাদাত এবং তার পাশের আঙুল (Finger) কে মেলালেন।
কিঁউ না হোঁ রুতবা বড়া আসহাব ও আহলে বাইত কা
হে খোদায়ে মুস্তফা, আসহাব ও আহলে বাইত কা,
জীনা মরনা উনকি উলফত মে হো ইয়া রব!
কুরব জান্নাত মে আতা আসহাব ও আহলে বাইত কা
হাশর মে মুঝকো শাফায়াত কি আতা খাইরাত হো-
ওয়াস্তা ইয়া মুস্তফা! আসহাব ও আহলে বাইত কা
(মাকতালুল হুসাইন লিত-তাবারানী, পৃষ্ঠা: ৭৬, ক্রম: ১১৫)