Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

দ্বীনদারীর, সম্মানের সাথে বেঁচে থাকার, সম্মানের সাথে মৃত্যুবরণ করার, সাহসিকতার, বীরত্বের, অবিচলতার এবং ধৈর্য সন্তুষ্টির শিক্ষা দিয়ে গেলেন

হোসাইন এক আলামত হে জিন্দেগেী কেলিয়ে-

হোসাইন আযমে সফর হে মুসাফিরি কেলিয়ে,

আরেক কবি বলেনঃ

ফিতরত কি মাসলাহাত কা ইশারা হোসাইন হে-

কোরবানিয়ো কি আঁখ কা তারা হোসাইন হে

ওয়ো ইসলিয়ে লড়ে কেহ সিতম কো মিটা সাকে

ফির কিঁউ না হাম কাহেঁ কে হামারা হোসাইন হে

ইমাম হুসাইনের ফযীলত সম্পর্কে হাদীসসমূহ

* নিয়ামতের বন্টনকারী, জান্নাতের মালিক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইমাম হাসান মুজতাবা এবং ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا সম্পর্কে ইরশাদ করেছেন: আমার এই দুই পুত্র জান্নাতী যুবকদের সর্দার (মু'জামুল কাবীর, খন্ড: , পৃষ্ঠা: ১৭৪, হাদীস: ২৫৪৯) * একটি হাদীস শরীফে এসেছে:  مَنْ اَحَبَّہُمَا فَقَدْ اَحَبَّنِی যে এই দুজনকে (ইমাম হাসান ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا) ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো;  وَ مَنْ اَبْغَضَہُمَا فَقَدْ اَبْغَضَنِی এবং যে এই দুজনের সাথে শত্রুতা রাখলো, সে আমার সাথেই শত্রুতা রাখলো (মু'জামুল কাবীর, খন্ড: , পৃষ্ঠা: ১৮২, হাদীস: ২৫৮১) * রসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলতেন: ہُمَا رَیْحَانَتَایَ مِنَ الدُّنْیا অর্থাৎ হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুল (তিরমিযী, পৃষ্ঠা: ৮৫৬, হাদীস: ৩৭৭৭) * প্রিয় আকা, সাইয়্যিদুল আম্বিয়া  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُمَا কে শুঁকতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন (তিরমিযী, পৃষ্ঠা: ৮৫৬, হাদীস: ৩৭৭৯)

কিয়া বাত রযা উস ছামানিস্তানে করম কি-

যাহরা হে কলি জিস মে হোসাইন আউর হাসান ফুল

(হাদাইকে বখশিশ, পৃষ্ঠা: ৭৯)

ব্যাখ্যা: হে রযা! ! সেই সম্মানিত, দয়ার বাগান (অর্থাৎ খান্দানে মুস্তফা  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর কী শান যে, যেখানে হযরত ফাতিমা যাহরা رَضِیَ اللهُ عَنْہَا হলেন কলি এবং হাসনাইন কারিমাইন) رَضِیَ اللهُ عَنْہُمَا হলেন ফুলসাইয়্যিদী 'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরেক স্থানে রিসালাতের দরবারে আরয করেন