Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

পিছনে আস্তে আস্তে দৌড়ায় এবং শিশু হাসতে থাকে, ঠিক সেভাবেই) রসূলে আকরাম, নূরে মুজাস্সাম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে হাসাতে থাকলেন, অবশেষে তাঁকে ধরে ফেললেন

সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মোবারক দৃষ্টির উপর লাখো সালাম! এই সৌভাগ্যবান ব্যক্তিরা কত বিস্তারিতভাবে (Detail) প্রিয় নবী, রসূলে হাশেমী এর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চালচলন লক্ষ্য করতেন অতঃপর বর্ণনার শব্দগুলো এমন: রসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে ধরলেন, নিজের এক হাত মোবারক তাঁর চিবুকের (Chin) নিচে রাখলেন, অন্য হাত মোবারক মাথার পিছনে ঘাড়ের উপর রাখলেন এবং ভালোবাসার সাথে তাঁর মুখ চুম্বন করলেন তারপর ইরশাদ করলেন: حُسَیْنُ مِنِّی وَ اَنَا مِنْ حُسَیْن হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে  اَحَبَّ اللهُ مَنْ اَحَبَّ حُسَیْنًا যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন حُسَیْنُ سِبْط مِنَ الْاَسْبَاطِ হুসাইন আসবাতের (বংশধরদের) মধ্যে একজন সিবত (বংশধর) (ইবনে মাজাহ,, পৃষ্ঠা: ৩৭, হাদীস: ১৪৪)

সিবত-এর অর্থ এবং ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর শান

সিবত-এর অর্থ হলো: সেই গাছ (Tree) যার শিকড় (Root) একটি এবং শাখা-প্রশাখা (Branches) অনেক বেশি প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হুসাইন সিবত, অর্থাৎ যেভাবে হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام এর ১২ জন পুত্র থেকে তাঁর বংশধারা চলেছে এবং বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ঠিক সেভাবেই হুসাইন আমার সিবত কাজেই তার থেকে আমার বংশধারা চলবে এবং পূর্ব পশ্চিমে (East & West) ছড়িয়ে পড়বে

(মিরআতুল মানাজীহ, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৯, সামান্য পরিবর্তনে)

এখানে একটি বড় ঈমান উদ্দীপক বিষয় হলো: আল্লাহ পাক কুরআনুল কারীমে তাঁর প্রিয় নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে ইরশাদ করেছেন:

 

اِنَّاۤ اَعْطَیْنٰکَ الْکَوْثَرَ

(পারা ৩০, কাউসার, আয়াত )              কানযুল ঈমানের অনুবাদ : হে মাহবুব! নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুনাবলী দান করেছি