Book Name:Imam e Hussain Ki Seerat
চার ইয়ারানে নবী - জান্নাতী জান্নাতী,
হযরতে সিদ্দিক ভি- জান্নাতী জান্নাতী
আউর ওমর ফারুক ভি জান্নাতী জান্নাতী-
উসমানে গনি - জান্নাতী জান্নাতী
ফাতেমা আউর আলী জান্নাতী জান্নাতী
হাসান আউর হোসাইন ভি জান্নাতী জান্নাতী
ওয়ালেদাইনে নবী জান্নাতী জান্নাতী -
হার যাওজায়ে নবী! জান্নাতী জান্নাতী
আউর আবু সুফিয়ান ভি ! জান্নাতী জান্নাতী –
হে মুয়াবিয়া ভি জান্নাতী জান্নাতী
(ওসাইলে ফিরদাউস, পৃষ্ঠা: ৫৩)
হাসান ও হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর জন্য আলো জ্বলে উঠলো
সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: একবার রাতের সময় ছিল। মহান মর্যাদার অধিকারী, মক্কী মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইশার নামায পড়াচ্ছিলেন। ছোট শাহজাদা ইমাম হাসান ও ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا ও সেখানে উপস্থিত ছিলেন। যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিজদায় যেতেন, তখন দুই শাহজাদা তাঁর পিঠ মোবারকের উপর বসে পড়তেন। যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিজদা থেকে মাথা তুলতেন, তখন তাঁদেরকে নরমভাবে ধরে মাটিতে নামিয়ে দিতেন। যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবার সিজদায় যেতেন, তখন দুই শাহজাদা আবার তেমনই করতেন। যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায শেষ করলেন, তখন দুই শাহজাদাকে কোলে বসিয়ে নিলেন। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি এগিয়ে গিয়ে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! শাহজাদাদেরকে কি ঘরে ছেড়ে আসবো? তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনুমতি দিলেন। এক বর্ণনায় আছে: গলিতে অন্ধকার ছিল, তাই দুই শাহজাদার ঘরে যেতে ভয় (Fear) লাগছিল। অতঃপর সেই শাহজাদাদের খাতিরে তখনই আকাশে বিদ্যুৎ চমকালো এবং গলি আলোকিত হয়ে গেলো। যতক্ষণ না শাহজাদারা নিজেদের ঘরে পৌঁছালেন, ততক্ষণ আলো বিদ্যমান ছিল। (তারিখে মদীনা দামিশক, খন্ড: ১৪, পৃষ্ঠা: ১৫৮-১৫৯)