Imam e Hussain Ki Seerat

Book Name:Imam e Hussain Ki Seerat

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত ইয়া'লা বিন মুররাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং সাহাবায়ে কিরাম  عَلَیْہِمُ الرِّضْوَان কোনো এক জায়গায় দাওয়াতে যাচ্ছিলেন রহমতের নবী, উম্মতের শাফায়াতকারী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরাম  عَلَیْہِمُ الرِّضْوَان কে সাথে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে রওয়ানা হলেন পথে এক জায়গায় দেখলেন, রাসূলের নাতি, ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ (যিনি তখন ছোট ছিলেন, তিনি) শিশুদের সাথে খেলছিলেন নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্রুত তাঁর দিকে এগিয়ে গেলেন এবং (যেমন পিতা নিজের সন্তানের জন্য দু'হাত প্রসারিত করেন যেন সন্তান এসে বুকে জড়িয়ে ধরে, ঠিক সেভাবে) তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের উভয় হাত মোবারক মেলে ধরলেন

বার নানা (Grandfather) এবং নাতির (Grandson) ভালোবাসা মাখা দৃশ্যটি দেখুন! প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাইছিলেন যে, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ দৌড়ে এসে তাঁর বুকে জড়িয়ে ধরুক, কিন্তু ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এদিক-ওদিক দৌড়াতে শুরু করলেন (যেন ছোট শাহজাদা চাইছিলেন যে নানাজান আমাকে ধরুক। অতঃপর যেভাবে শিশুরা মাঝে মাঝে খেলার জন্য দৌড়ায় আর পিতা ইত্যাদি