Book Name:Imam e Hussain Ki Seerat
(পারা ১৫, আল কাহাফ, আয়াত ২৮) কানযুল ঈমানের অনুবাদ: এবং আপন আত্নাকে তাদেরই সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন প্রতিপালককে আহবান করে,তারই সন্তুষ্টি চায় ।
এই আয়াতে কারীমা ঐসব সাহাবীদের হকে নাযিল হয়েছে, যারা পূর্বে গোলামীর (Slavery) জীবনযাপন করেছিলেন, তারা গরিব ছিলেন। আল্লাহ পাক তাদের সম্পর্কে তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে হুকুম দিয়েছেন যে, হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! নিজেকে ঐ গরিব সাহাবীদের সাথে আবদ্ধ রাখুন! হযরত খাব্বাব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এই আয়াতে কারীমা নাযিল হওয়ার পর অবস্থা এমন হয়েছিল যে, প্রিয় নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের সাথে তাশরীফ রাখতেন। আমরা নিজেরা অনুমতি নিলে নিতাম, নতুবা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের সেখানে বসা অবস্থায় ছেড়ে কখনো উঠতেন না।
(তারিখে মদীনা দামিশক, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪৪৭ ও ৪৪৮)
বে দাম হি বিক যাইয়ে বাজারে নবী মেঁ-
ইস শান কে সাওদে মেঁ খসারে নেহি হোতে
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত গরীব, মিসকিন, এতিমদের সাথে ভালোবাসা রাখা, অন্তরে তাদের প্রতি আকর্ষণ বাড়ানো, তাদের সাথে সম্মানের (Respect) সাথে উপস্থাপন হওয়া এবং যতদূর সম্ভব তাদের (আশ্রয়) হওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুক।
আল্লাহ পাকের প্রিয় বানানোর আমল
হাসানী-হুসাইনী সাইয়্যিদ, হুযুর গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইরশাদ করেন: হে সম্পদশালীরা! যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও, তবে নিজেদের সম্পদের মাধ্যমে গরীবদের প্রতি সহানুভূতি দেখাও! (ফাতহুর রহমান, পৃষ্ঠা: ১২৭) অতঃপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি হাদীস শরীফ বর্ণনা করলেন: আল্লাহ পাকের সর্বশেষ নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: মানুষ আল্লাহ পাকের ইয়াল (অর্থাৎ আল্লাহ পাকের বান্দা এবং তাঁর মুখাপেক্ষী)। আল্লাহ পাকের কাছে সবচেয়ে