Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

একটি রোযার ইফতার হযরত সায়্যিদুনা হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র মাজারে গিয়ে করতেন

(সায়্যিদি কুতুবে মদীনা, পৃষ্ঠা)

ওফাত শরীফ ও জানাযা মোবারক

    ১৪০১ হিজরীর জিলহজ্ব মাসের তারিখ পবিত্র জুমার দিন মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সাহেব اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ বলছেন, আর এদিকে সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কালেমা শরীফ পাঠ করেন এবং তাঁর রূহ মোবারক দেহপিঞ্জর থেকে উড়ে যায় اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ গোসল শরীফের পর পবিত্র কাফন বিছিয়ে মাথা মোবারকের নিচে নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র হুজরা শরীফের পবিত্র মাটি রাখা হয় হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাযার মোবারকের ধৌতকৃত অবশিষ্ট পানি এবং বিভিন্ন তাবারুকাত দেওয়া হয় তারপর কাফন শরীফ বাধা হয় আসরের নামাযের পর দরূদ শরীফ, সালাত সালাম, কসীদা বুরদা শরীফ ইত্যাদির পাঠ করার মাধ্যমে তাঁর পবিত্র জানাযা মোবারক উঠানো হয় সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে তাঁরই বাসনা অনুযায়ী পবিত্র জান্নাতুল বাক্বীর যেদিকে পূতঃপবিত্র আহলে বাইতেগণ আরাম করছেন, সেদিকে সায়্যিদাতুন্নেসা হযরত ফাতেমাতুয যোহরা رَضِیَ اللهُ عَنْہَا এর নূরানী মাজার শরীফের শুধুমাত্র দুই গজের ব্যবধানে দাফন করা হয় (সায়্যিদী কুতুবে মদীনা, পৃষ্ঠা) আল্লাহ্ পাক সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা করুক

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “জীবনের শিষ্টাচার” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসূলে আকরাম صَلَّی