Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

দিনে নেকীর দাওয়াত দেওয়া থেকে উত্তম, * যিলহজ্বের প্রথম দশকে সদকা করা অন্যান্য দিনে সদকা করার চেয়ে উত্তম, * যিলহজ্বের প্রথম দশকে আল্লাহ পাকে যিকির করা অন্যান্য দিনে আল্লাহ পাকে যিকির করার চেয়ে উত্তম * যিলহজ্বের প্রথম দশকে মাতা-পিতার যিয়ারত করা  সাধারণ দিনে মা-বাবার যিয়ারত করার চেয়ে উত্তম * যিলহজ্বের দশদিনে তিলাওয়াত করা অন্যান্য দিনে তিলাওয়াত করার চেয়ে উত্তম, মোটকথা যে কোনো প্রকার নেক আমল তা যদি যিলহজ্বের প্রথম দশকে করা হয় তবে তা সাধারণ দিনের তুলনায় অধিক ফযীলতপূর্ণ, আল্লাহ পাকে নিকট অধিক প্রিয় এবং এর সওয়াব ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমলের বসন্তকাল:

    سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! এই ১০টি দিন যেন নেক আমলের বসন্তকাল আমাদের উচিত এই দিনগুলোর সদ্ব্যবহার করা, অধিক পরিমাণে নেক আমল করা, নামায পড়া, নফল ইবাদত করা, তিলাওয়াত করা, যিকির করা বরং এর চেয়ে উত্তম হলো, রাত জেগে ইবাদত করা কারণ রাতের ইবাদত প্রিয় হযরত সাঈদ বিন জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُ এর একটি বরকতময় রীতি ছিল যখন যিলহজ্বের প্রথম দশকের আগমন ঘটতো তখন তিনি ইবাদত করার আপ্রাণ চেষ্টা করতেন এবং বলতেন: لَا تُطْفِئُوا سُرُجَكُمْ لَيَالِي الْعَشْرِ অর্থাৎ যিলহজ্বের প্রথম দশকে রাতে ঘরের প্রদীপ নিভিয়ো না (হিলয়াতুল আউলিয়া, /৩১১ পৃষ্ঠা, হাদীস: ৫৬৭১)

    সাধারণত রাতে ঘুমানোর সময় প্রদীপ নিভিয়ে দেওয়া হয়, তাই হযরত সাঈদ বিন জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُ বলেন, যিলহজ্বের প্রথম