Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
যিলহজ্বের একটি গুরুত্বপূর্ণ ইবাদত
প্রিয় ইসলামী ভাইয়েরা! যিলহজ্ব মাসে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি হল কুরবানী। প্রত্যেক মুসলমান নর-নারী যারা প্রাপ্তবয়স্ক, স্থানীয় বাসিন্দা (অর্থাৎ মুসাফির নয়) এবং একই সাথে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় (অর্থাৎ সাড়ে ৫২ তোলা রূপা বা তার সমপরিমাণ অর্থের মালিক হয়) তাহলে তার উপর কুরবানী ওয়াজিব। (ফতোওয়ায়ে আলমগীরি: ৫/২৯২ পৃষ্ঠা)
হযরত যায়েদ বিন আরকাম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان নববী সমীপে জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কুরবানী মূলত কী? প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন, سُنَّۃُ اَبِیْکُم اِبْرَاہِیْم অর্থাৎ তোমার পিতা ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর সুন্নাত। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان পূনরায় জিজ্ঞেসা করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতে আমাদের জন্য কী প্রতিদান রয়েছে? তিনি ইরশাদ করলেন: بِکُلِّ شَعْرَۃٍ حَسَنَۃ অর্থাৎ কুরবানীর প্রতিটি চুলের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকী রয়েছে।
(ইবনে মাজাহ, কিতাবুল আযহা, ৫১০ পৃষ্ঠা হাদীস: ৩১২৭)
জো খোদা কেলিয়ে কুরবানী কেয়া করতে হে
দর আসল খুলদ কে হকদার হুয়া করতে হে
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: রাসূলগণের সর্দার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈদুল আযহার (অর্থাৎ যিলহজ্বের ১০ তারিখ) ব্যাপারে বলেন: مَا عَمِلَ آدَمِيٌّ فِی هٰذَا الْیَوْمِ اَفْضَلُ مِنْ دَمٍ یُہْرَاقُ অর্থাৎ আজকের দিনে মানুষের কোনো কাজ রক্তপাতের (অর্থাৎ