Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

ইমামত কোর্স বিভাগ

    ইমামত এমন একটি পবিত্র পেশা যে, সকলেই এটিকে অন্তর থেকে সম্মান করে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: ইমামত হলো ইসলামের সর্বোত্তম খেদমত এবং হালাল জীবিকা উপার্জনের অন্যতম মাধ্যমইমামত কোর্স বিভাগেএর দায়িত্ব গুলোর মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে, এটি দেশে এবং বিদেশের মসজিদ সমূহের জন্য যোগ্য এবং দায়িত্বশীল ইমাম এবং মুয়াজ্জিন সরবরাহ করে এই মজলিস এই বিষয়টি নিশ্চিত করে যে, দাওয়াতে-ইসলামীর অধীনে দায়িত্ব পালনরত ইমামগণ ইমামতি নামায সম্পর্কিত মৌলিক ফরয সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত হতে হবে, তারা মুত্তাকী হওয়ার পাশাপাশি আমলদারও হতে হবে, দ্বীন মসলকের প্রতি সহানুভূতিশীল হতে হবে, মাদানী মরকযের নিয়ম অনুযায়ী  ১২ দ্বীনি কাজের সাড়া জাগানো কারী হতে হবে ইমামগণ ভাল বয়ান করার দক্ষতা অর্জনের পাশাপাশি, আকীদায় পরিপক্ক, ইমাম খতিব হওয়ার যোগ্যতা, তাজবীদ কেরাত সহকারে কুরআনের তিলাওয়াত করার দক্ষতা অর্জনের পাশাপাশি সুন্দর সামাজিক জীবন যাপনকারী হতে হবে এজন্যই ইমামতি কোর্সে মৌলিক আকীদা, নামায ইমামতি সংক্রান্ত জরুরী ফিকহী মাসায়েল, তাজবীদ কেরাত এবং নৈতিকতা শিখানোর পাশাপাশি সংগঠনের বিষয়ে প্রশিক্ষণেরও আয়োজন করা হয় اَلْحَمْدُ لِلّٰه ইমামত কোর্সের বরকতে অনেকেই নামায শুদ্ধ করার পাশাপাশি ইমাম হয়ে বিদায় নেয় এবং সমাজে সম্মানজনক স্থান অর্জন করে তাই যার সুযোগ হয় তাকে অবশ্যই ইমামতি কোর্সের মাধ্যমে ইলমে দ্বীনি অর্জন করা উচিত

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد