Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

    سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! যিলহজ্বের প্রথম ১০ দিন অত্যন্ত বরকতময় এগুলো মহান আল্লাহ পাকে নিকট অত্যন্ত প্রিয় দিন, এমনকি মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে এই দিনগুলোর শপথ করেছেন, সুতরাং ইরশাদ করেন:

 

وَالْفْجْرِ وَلَيَالٍ عشرِ

(পারা ৩০, সূরা ফজর, আয়াত -)

কানযুল ঈমান থেকে অনুবাদ: সেই প্রভাত এবং দশ রাত্রির শপথ

 

    একটি বর্ণনা অনুযায়ী উক্ত আয়াতে উল্লেখিত ১০ রাত দ্বারা যিলহজ্বের প্রথম ১০ রাতকে বুঝানো হয়েছে জানা গেল, যিলহজ্বের প্রথম ১০ রাত অত্যন্ত ফযীলতপূর্ণ কারণ আল্লাহ পাক সেগুলোর শপথ করেছেন

যিলহজ্জের দশদিন ইবাদতের ফযীলত

    হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا হলেন সুলতানুল মুফাসসীর, প্রিয় নবী, হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাচাতো ভাই, অত্যন্ত মহান সাহাবী এবং কুরআনের তাফসীর কারকও বটে তিনি বলেন: আল্লাহ পাকে সর্বশেষ নবী, রাসূলে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: مَا مِنْ اَيَّامٍ اَلْعَمَلُ الصَّالِحُ فِيهَا اَحَبُّ اِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْاَيَّامِ অর্থাৎ যিলহজ্বের দশ দিন ব্যতীত এমন কোন দিন নেই যাতে নেক আমল করা আল্লাহ পাকে নিকট অধিক পছন্দনীয় (আবু দাউদ কিতাবুস সাওম, ৩৯০ পৃষ্ঠা, হাদীস ২৪৩৮)

    অর্থাৎ সাধারণ দিনে নেক আমল করাও আল্লাহ নিকট অত্যন্ত প্রিয়, সাধারণ দিনে নেক আমল করাও অত্যন্ত ফযীলত পূর্ণ বিষয়, তবে যিলহজ্বের প্রথম ১০ দিন নেক আমল করা সাধারণ দিনের তুলনায় আল্লাহ পাকে নিকট অনেক বেশি পছন্দনীয়