Qurbani Ek Ba Maqsad Fariza

Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza

    এক বর্ণনায় রয়েছে: وَالْعَمَلُ فِيهِنَّ يُضَاعَفُ سَبْعَمِائَةِ ضِعْفٍ এই ১০ দিনে নেক আমলের সাওয়াব ৭০০ গুণ বৃদ্ধি করা হয়

(শুয়াবুল ঈমান: /৩৫৬ পৃষ্ঠা, হাদীস:৩৭৫৭)

    তিরমিযী শরীফের হাদীসে রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الحِجَّةِ অর্থাৎ ইবাদতের দিন সমূহের মধ্যে আল্লাহ পাকে নিকট সর্বাধিক প্রিয় দিন হলো যিলহজ্বের প্রথম ১০ দিন يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِّنْهَا بِصِيَامِ سَنَةٍ অর্থাৎ এই দিনগুলোতে একটি রোযা এক বছরের রোযার সমান, وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِّنْهَا بِقِيَامِ لَيْلَةِ القَدْرِ এবং এই দিনসমূহের প্রতি রাতে কিয়াম তথা রাত্রি জেগে ইবাদত করা শবে কদরের কিয়াম তথা রাত্রি জেগে ইবাদতের সমপরিমাণ

(তিরমিযী, কিতাবুস সাওম, ২১১ পৃষ্ঠা, হাদীস: ৭৫৮)

    হে আশিকানে রাসূল! একটু চিন্তা করুন! দিনগুলো কতই না প্রিয় ফযীলতপূর্ণ, এই দিনগুলোতে একটি নেক আমলের সাওয়াব ৭০০ গুণ বেড়ে যায়, এই দিনগুলোতে নেক আমল করা উত্তম নেকী, এই দিনগুলোতে একদিন রোযা রাখা এক বছরের রোযা রাখার সমতুল্য, এই দিনগুলোর রাতে কিয়াম (অর্থাৎ রাত জেগে ইবাদত করা) শবে কদরের ইবাদতের সমতুল্য

    এখানে এটাও স্মরণ রাখতে হবে যে, এই স্থানে নেক আমলের কোনো নির্দিষ্টতা নেই * অর্থাৎ এই বরকতময় দিনগুলোতে প্রতিটি নেক আমলের সাওয়াব বৃদ্ধি করা হয়। * এই দিনগুলোতে ফরয নামায আদায় করা সাধারণ দিনসমূহে ফরয নামাযের চেয়ে অধিক উত্তম। * এই দিনগুলোতে নফল ইবাদত করা সাধারণ দিনের নফল ইবাদতের চেয়ে উত্তম, * এই দিনগুলিতে নফল রোযা রাখা সাধারণ দিনের নফল রোযা থেকে উত্তম। * যিলহজ্বের প্রথম দশকে নেকীর দাওয়াত দেওয়া সাধারণ