Book Name:Qurbani Ek Ba Maqsad Fariza
হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام এর ওসিলায়, হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام এর ওসিলায়, হায়! আমরা যদি আল্লাহ পাকের প্রকৃত আনুগত্যশীল বান্দা হয়ে যাই!
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
১২ দ্বীনি কাজের মধ্যে একটি হলো ছুটির দিনে ইতিকাফ
প্রিয় ইসলামী ভাইয়েরা! নফসের কু-প্রবৃত্তি নির্মূল করতে, স্বীয় নফসের কু-প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে এবং আল্লাহ পাকের প্রকৃত আনুগত্যশীল বান্দা হতে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। জেলি হালকার ১২টি দ্বীনি কাজে অংশ নিন। দা’ওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো ছুটির দিনে ইতিকাফ। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইতিকাফের নিয়্যতে মসজিদে অবস্থান করাও এক মহান ইবাদত। অতএব দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে শহরের আশেপাশের লোকদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করার জন্য শুক্রবার অথবা রবিবার ফজরের পর থেকে জুমার নামাজ পর্যন্ত অথবা সুযোগ বুঝে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে ইতিকাফ করা হয়। যে সমস্ত ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এভাবে মসজিদে অবস্থান করে তাদের প্রসঙ্গে একটি বর্ণনায় রয়েছে, আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেস্তারা তাদের সঙ্গ অবলম্বন করে যারা মসজিদে অবস্থান করে, যদি সেই লোকেরা কখনো মসজিদ থেকে উধাও হয়ে যায় তখন ফেরেশতারা তাদের সন্ধান করে, আর যদি তারা অসুস্থ হয়ে যায় তখন ফেরেশতারা তাদের সমবেদনা জ্ঞাপন করে, আর তাদের যদি কোন প্রয়োজন পড়ে, তখন ফেরেশতা তাদেরকে সহায়তা করে। (মুস্তাদরাক, কিতাবুত তাফসীর ৩/১৬২ পৃষ্ঠা, হাদীস ৩৫৫৯)