Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আমি ইব্রাহীম ইসমাঈলকে তাকিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো, তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য

    প্রসিদ্ধ মুফাসসীর হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াত প্রসঙ্গে বলেন: এই আয়াত থেকে জানা গেলো, মসজিদ সমূহকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেখানে ময়লা দূর্গন্ধযুক্ত জিনিস আনা যাবে না (নূরুল ইরফান, ১ম পারা, সূরা বাকারা, আয়াত- ১২৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! অবশ্যই আমাদের সবার দায়িত্ব হলো, কুরআনের হুকুমের উপর আমল করে মসজিদে সবধরণের ময়দা দূর্গন্ধযুক্ত বস্তু থেকে বাঁচিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা হাদীস শরীফের মধ্যেও আমাদের এই বিষয়ের হুকুম পাওয়া যায় যেমনিভাবে- হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; হুযুর নবীয়ে রহমত, শফীয়ে উম্মত, তাজেদারে রিসালাত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিঃসন্দেহে এই মসজিদের মধ্যে ময়লা-আবর্জনা, প্রস্রাব-পায়খানার মতো কোন কিছুই জায়েয নেই মসজিদ তো কুরআন তিলাওয়াত, আল্লাহ পাকের যিকির নামাযের জন্য(মুসনাদে ইমাম আহমদ, /৩৮১, হাদীস- ১২৯৮৩)

    অন্য আর এক জায়গায় ইরশাদ করেন: মসজিদ নির্মাণ করো আর সেখান থেকে ধূলাবালি বের করে দাও, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার