Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

ইলমে দ্বীন শিখা শিখানোর মাধ্যমে তা আবাদ রাখা মুমিনের আলামত আমাদেরও আমাদের মূল্যবান সময় অনর্থক নষ্ট না করে বেশি বেশি মসজিদে অতিবাহিত করা উচিত اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী আমাদেরকে এমন অনেক সুযোগ করে দিয়েছে, যার দ্বারা আমরা আমাদের অধিকাংশ সময় মসজিদে অতিবাহিত করতে পারি এবং সাথে সাথে ইলমে দ্বীনের ধনভান্ডার অর্জন করতে পারি

() পুরো রমযানুল মোবারক মাসে বা শেষ ১০ দিনের মধ্যে তরবিয়্যতী ইজতিমায়ী ইতিকাফের ব্যবস্থা করা হয় যেখানে হাজারো ইসলামী ভাইদের ফরয ইলম শিখানো হয় এবং সুন্নাত অনুসারে দ্বীনি প্রশিক্ষণ দেওয়া হয়

() মাদানী কাফেলার মুসাফির ইসলামী ভাই মসজিদে অবস্থান করেন এই ভাবেই তারা তাদের অধিকাংশ সময় মসজিদে অতিবাহিত করার ইলমে দ্বীন অর্জন করার সুযোগ পেয়ে যায়

() ফজরের পর মাদানী হালকার ব্যবস্থা থাকে, যেখানে কমপক্ষে আয়াত, তরজুমা তাফসীর সহ কানযুল ঈমান তাফসীরে খাযাইনুল ইরফান/ তাফসীরে নূরুল ইরফান/ তাফসীরে সীরাতুল জিনান থেকে শুনানো হয়

() বিভিন্ন নামাযের পর মাদানী দরস, অর্থাৎ আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত কিতাব পুস্তিকার মাধ্যমে ইলমে দ্বীনের মাদানী ফুল বিতরণ করা হয়