Book Name:Masjid Ke Adaab
(৫) দা’ওয়াতে ইসলামীর কিছু মাদানী মারকায (ফয়যানে মদীনার) মধ্যে “দারুস সুন্নাহ” রয়েছে। দ্বীনের প্রয়োজনীয় ভিত্তি নামাযের আমলী পদ্ধতি। বিভিন্ন বিষয়ের উপর সুন্নাত ও আদব শিখা ও শিখানোর কাজ অব্যাহত রয়েছে, আপনিও মসজিদকে আবাদ করতে এবং ইলমে দ্বীন শিখতে ও শিখানোর জন্য এই মহান কাজে সম্পৃক্ত হয়ে আল্লাহ পাকের রহমতের অধিকারী হোন।
(৬) বড়দের মাদরাসাতুল মদীনার মাধ্যমে সঠিক মাখারিজের মাধ্যমে কুরআনুল করীম পড়তে শিখানো হয়। এর বরকতেও اَلْحَمْدُ لِلّٰه মসজিদ আবাদ হয়ে থাকে।
(৭) اَلْحَمْدُ لِلّٰه সময়ে সময়ে বিভিন্ন কোর্স যেমন (৬৩ দিনের মাদানী তরবিয়্যতী কোর্স, ৪১ দিনের নেক আমল ও মাদানী কাফেলা কোর্স, ১২ দিনে মাদানী কোর্স) এবং বিভিন্ন ভাবে সংগঠিত মাদানী মাশওয়ারা ও তরবিয়্যতী ইজতিমার মাধ্যমে অনেক আশিকানে রাসূলের মাধ্যমে মসজিদকে আবাদ রাখার সৌভাগ্য অর্জন হয়।
মসজিদের আদবের প্রতি খেয়াল রাখুন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের ঘরকে আবাদ রাখা ও তার প্রতি ভালবাসা পোষণ করা খুবই সৌভাগ্যের বিষয়। কিন্তু মসজিদের আদবের প্রতি দৃষ্টি রাখা ও সেটাকে সব ধরণের অপছন্দনীয় ও দূর্গন্ধযুক্ত জিনিস থেকে বাঁচিয়ে রাখা অবশ্যই জরুরী। যেমনি ভাবে-