Book Name:Masjid Ke Adaab
কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে, যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান আনে।
(সুনানে তিরমিযী, কিতাবুল ঈমান, বাবু মা-জা ফি হুরমাতিস সালাত, ৪র্থ খন্ড, ২৮০ পৃষ্ঠা, নং- ২৬২৬)
প্রসিদ্ধ মুফাস্সীর হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাফসীরে নঈমীতে বর্ণনা করেন: মনে রাখবেন! মসজিদ আবাদ করার এগারটি (১১টি) ধরণ রয়েছে: (১) মসজিদ নির্মাণ করা, (২) তা বৃদ্ধি করা, (৩) সেটা প্রশস্থ করা, (৪) তার মেরামত করা, (৫) তাতে চাটাই, কার্পেট বিছানো, (৬) এতে রং, চুন লাগানো, (৭) এটার সাজ-সজ্জা করা, (৮) এর মধ্যে নামায ও তিলাওয়াত করা, (৯) এর মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, (১০) সেখানে প্রবেশ করা, অধিকভাবে আসা যাওয়া করা, (১১) সেখানে আযান ও তাকবীর বলা, ইমামতী করা। (তাফসীরে নঈমী, ১০ম খন্ড, ২০১ পৃষ্ঠা) তিনি আরো বলেন: মসজিদ নির্মাণ করা বা তা আবাদ করা বা সেখানে জামাআত সহকারে নামায আদায় করার আগ্রহ বিশুদ্ধ মু’মিনের আলামত। اِنْ شَآءَ الله এমন লোকদের শেষ পরিণতি ঈমানের উপর হবে। (তাফসীরে নঈমী, ১০ম খন্ড, ২০৪ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মসজিদ আবাদকরা ও দা’ওয়াতে ইসলামী
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! মসজিদে জামায়াত সহকারে নামায আদায় করা, আল্লাহ পাকের যিকির