Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

পুরণ (Fill) করা শায়খে তরীকত আমিরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেককার হওয়ার জন্য একটি ব্যবস্থাপত্র প্রদান করেছেন, যার মধ্যে প্রশ্নোত্তর আকারে নেক আমল সজ্জিত রয়েছে এর মধ্যে একটি আমল নম্বর ৪৯ও রয়েছে; আপনি কি আজ মসজিদ, ঘর, অফিস ইত্যাদিতে অপচয় করা থেকে বাঁচার চেষ্টা করেছেন? (যেমন; লাইট, ফ্যান, বিদ্যুৎ ইত্যাদি বিনা প্রয়োজনে ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত পানি ফেলে দেয়া বা প্রবাহিত করা) অনেক লোক মসজিদ, অফিস ইত্যাদিতে বিদ্যুতের ব্যবহার করার ক্ষেত্রে উদাসীনতার মধ্যে থাকে আর অপ্রয়োজনে ফ্যান লাইট জ্বালিয়ে রাখে, এটা হচ্ছে অপচয়, যা গুনাহ আর মসজিদে হলে তো এর হুকুম আরো মরাত্মক হবে কেননা, মসজিদের বিদ্যুৎ বিল চাঁদার টাকা দিয়ে আদায় করা হয়, যার মধ্যে অনেক লোকের টাকা থাকে এজন্য মসজিদের বিদ্যুৎ পানি ইত্যাদি ব্যবহারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, যেখানে মসজিদের অন্যান্য জিনিসও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারও যাবে না, অধিকাংশ লোক দিকে মনোযোগও দেয় না আল্লাহ পাক আমাদের নেক আমলের পুস্তিকা ধারাবাহিকভাবে পূরণ (Fill) করার তৌফিক দান করুক আমীন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد