Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

মসজিদে কাঁচা মাংস নিয়ে যাবেন না

     সদরুশ শরীয়া, বদরুত তরীকা, হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মসজিদে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাওয়া বা খেয়ে যাওয়া জায়েয নেই, যতক্ষণ পর্যন্ত গন্ধ অবশিষ্ট থাকে আর এই হুকুমটি প্রত্যেক বস্তুর উপর যেটা থেকে দূর্গন্ধ আসে যেমন- রসুনের মিশ্রিত তরকারী, মূলা, কাঁচা মাংস এবং কেরোসিন তেল, দিয়াশলাই যেটার ঘর্ষণের ফলে দূর্গন্ধ বের হয়, বায়ূ বের করা ইত্যাদি ইত্যাদি যেগুলোর দূর্গন্ধ অর্থাৎ মুখ থেকে দূর্গন্ধ বের হওয়া রোগ বা কোন দূর্গন্ধযুক্ত আঘাত বা কোন দূর্গন্ধযুক্ত ঔষধ লাগিয়েছে, তবে যতক্ষণ পর্যন্ত দূর্গন্ধ দূর হবে না তার মসজিদে আসা নিষেধ রয়েছে

(বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৬৪৮ পৃষ্ঠা)

মুখ দূর্গন্ধ হলে মসজিদে যাওয়া হারাম

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো, মুখে দূর্গন্ধ থাকাবস্থায় যতক্ষণ পর্যন্ত দূর্গন্ধ দূরীভূত হবে না, মসজিদে যাওয়া নিষেধ। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই ব্যাপারে মাদানী ফুল বর্ণনা করেছেন: ক্ষুধা হতে কম খাওয়ার অভ্যাস গড়ুন। অর্থাৎ এখনো খাওয়ার ইচ্ছা রয়েছে, তখন হাত গুটিয়ে নিন। যদি খুব পেট ভরে খান, আর সময়ে সময়ে শিক-কাবাব,