Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পাগল, বাচ্চা নেশাগ্রস্থ ব্যক্তি মসজিদে আসাও মসজিদে পাওয়া যায় এমন একটি মন্দ বিষয় এদের দ্বারাও মসজিদের পবিত্রতা নষ্ট হয় শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্টাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ফয়যানে সুন্নাত প্রথম খন্ড ১২২০ পৃষ্ঠার লিখেন: এমন বাচ্চা যে নাপাকী অর্থাৎ প্রস্রাব ইত্যাদি করে দেওয়ার ভয় রয়েছে, এবং পাগল কে মসজিদের ভিতর নিয়ে যাওয়া হারাম, যদি নাপাকীর ভয় না হয় তবে মাকরুহ (রুদ্দুল মুহতার /৫১৮) ১২২১ পৃষ্ঠায় বর্ননা করেন: বাচ্চা বা পাগল বা বেহুশ বা যা যার উপরর জ্বিন ভর করেছে তাকে ফুক দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়ার শরীয়তে অনুমতী নেই ছোট বাচ্চাকে ভালভাবে কাপড়ে জড়িয়ে বরং প্যাকিং করেও আনা যাবে না

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মসজিদের সম্মানের ব্যাপারে ফয়যানে সুন্নাত প্রথম খন্ড পৃষ্ঠা ১২০২ থেকে ১২০৭ বর্ণিত মাদানী ফুল সমূহ থেকে কিছু মাদানী ফুল গ্রহন করে নিজের অন্তরের পুস্পধারা সাজিয়ে নিন, اِنْ شَآءَ الله এর বরকত নসীব হবে যেমন-

(১) মসজিদের ভিতর কোন ধরনের আবর্জনা কখনো ফেলবেন না। সায়্যিদুনা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জযবুল কুলুব এ বর্ননা করেন: মসজিদের মধ্যে সামান্য পরিমান খড় যেনো ফেলা না হয়, তবে এর দ্বারা মসজিদের