Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

করে মুখের উপর রাখবেন কেননা, তা শয়তানের পক্ষে থেকে হয়, আর আম্বীয়ায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর থেকে সুরক্ষিত, এই জন্য যখন চলে আসে তো এটা ধারণা করুণ যে, আম্বীয়ায়ে কিরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان তো হাই আসতো না اِنْ شَآءَ الله তাড়াতাড়ী বন্ধ হয়ে যাবে

() ঠাট্টা মশকরা এমনিতেই নিষেধ আর মসজিদে কঠোর ভাবে না জায়িয

(১০) মসজিদের মধ্যে বায়ু বের করা নিষেধ

(১১) কিবলার দিকে পা প্রসারিত করা সব জায়গায় নিষেধ মসজিদের কোন দিকে পা প্রসারিত করবে না, কেননা এটা দরবারের আদবের বিপরীত, হযরত সিররী সখতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মসজিদে একাকী বসা ছিলেন পা প্রসারিত করলেন, মসজিদের এক কোণা থেকে হঠাৎ আওয়াজ আসল, সিররী! বাদশার দরবারে কি এই ভাবে বসে ? সাথে সাথে তিনি পা গুটিয়ে নিলেন আর গুটানো পা ইন্তেকালের পরেই প্রসারিত করলেন (সবয়ে সানাবিল, ১৩১ পৃষ্ঠা)

(১২) ব্যবহৃত জুতা মসজিদে পরিধান করে যাওয়া বেয়াদবী

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রকৃত পক্ষে মসজিদের আদবের ব্যাপারটি খুবই নাজুক, এই জন্য খুব সর্তক থাকা উচিত, কেননা যেনো এমন না হয় যে, একটু অসতর্ক হওয়ার কারণে আমরা মসজিদের হক নষ্ট করে বসি। শায়থে তরীকত আমীরে আহলে