Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

দ্বারা পুস্তিকাটি পাঠ করতে পারবেন ডাউন লোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন

খোদ্দামুল মাসাজিদ বিভাগের পরিচিতি:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মসজিদের গুরুত্ব, আদব সম্মান অন্তরে বসানোর জন্য, জামাআত সহকারে নামায আদায় করার অভ্যাস গড়ুন সুন্নাতের উপর আমলের উৎসাহ নিতে নেকীর দাওয়াত ব্যাপক প্রসার করতে, মাদানী কাফেলার সফর করতে, নেক আমলের উপর আমল করতে এবং অন্য উৎসাহ দেওয়ার মন মানষিকতা পেতে এবং দাওয়াতে ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যান, এবং দীনের কাজের উন্নতির জন্য যতটুকু সম্ভব দাওয়াতে ইসলামীকে সহযোগীতা করুন দাওয়াতে ইসলামী اَلْحَمْدُ لِلّٰه প্রায় ১০০টি বিভাগে কাজ করে যাচ্ছে সে গুলোর মধ্যে থেকে একটা বিভাগ হলো খোদ্দামুল মাসাজিদ, এই বিভাগের প্রতিষ্ঠার কারণ, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর স্বর্প্নের পৃণতা করণ যে, হায়! যদি আমাদের মসজিদ আবাদ হয়ে যেতো, তার সৌন্দর্য তা ফিরে আসতো, এবং নফস শয়তানের কারণে সৃষ্টিজগত যারা তার স্রষ্টার কাছ থেকে দূরে সরে গেছে, নিকটবর্তী হয়ে যেতো

    খোদ্দামুল মাসাজিদ বিভাগ পুরাতন মসজিদ আবাদ করার চেষ্টার পাশাপাশি নতুন মসজিদ নির্মাণের ইত্যাদি ধারাবাহিকতা কোন না কোন ভাবে অব্যাহত থাকে। যে সব এলাকা বা মহল্লার মধ্যে মসজিদের যিম্মাদাররা সে সব এলাকা বা শহরে মধ্যে