Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

যায়, তখনো ডান পা রাখবে এবং যখন সেখান থেকে সরে যাবে তখনো ডান পা মসজিদেও কার্পেটে রাখবেন অর্থাৎ আসা যাওয়া প্রত্যেক সারি বদ্ধ কাতারে প্রথমে ডান পা রাখবে বা খতিব যখন মিম্বরে যাওয়ার ইচ্ছা করতে প্রথমে ডান পা রাখবে আর যখন নামবে তখন ডান পা দিয়েই নামবে

(৮) মসজিদে যদি হাঁচি আসে, তখন চেষ্টা করবে ছোট আওয়াজে বের করার। ঐ ধরণের হাঁচি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মসজিদেও মধ্যে ঊচ্চ আওয়াজে দেয়া অপছন্দ করতেন। এমনি ভাবে ঢেকুর কে নিয়ন্ত্রন করা উচিত, আর যদি না হয় তবে যতটুকু সম্ভব আওয়াজকে চেপে রাখবে যদি ও অন্য মসজিদে হয়! বিশেষ করে মজলিশে বা কোন বুযুর্গের সামনে অভদ্রতামী। হাদীসে পাকের মধ্যে রয়েছে: এক ব্যক্তি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে ঢেকুর তুললো, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমাদের কাছ থেকে তোমার ঢেকুর দূরে রাখ যে, দুনিয়ার মধ্যে যতবেশি পেট ভতি করে, সে কিয়ামতের দিন ততবেশি ক্ষুধার্থ থাকবে।(শরহুস সুন্নাহ, ৭ম খন্ড, ২৯৩ পৃষ্ঠা, হাদিস ৩৯৪৪) এবং হায় এর মধ্যে আওয়াজ কখনো বের না করা উচিত। যদিও মসজিদের বাইরে একাকী ও হয়, কেননা এটা শয়তানে অট্টহাঁসি, হায়! যখনি আসে যতুটুক সম্ভব মুখ বন্ধ রাখুন, মুখ খুললে শয়তান মুখের মধ্যে থুথু দেয়। যদি এই ভাবে বন্ধ না হয়, তবে উপরের দাত দ্বারা নিজের ঠোট চেপে ধরুন। আর এই ভাবেও যদি বন্ধ না হয় তবে যতুটুকু সম্ভব মুখ কম খুলবেন, এবং বাম হাত উল্টো