Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

مَنْ صَلّٰى عَلَىَّ صَلَّى اللهُ عَلَيْهِ عَشْرًا بِهَا مَلَكٌ مُوَكَّلٌ بِهَا حَتّٰى يُبَلِّغَنِيْهَا

অর্থাৎ যে (ব্যক্তি) আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতির্ণ করেন আর একজন ফিরিশতা এই দরূদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য নিযুক্ত আছে

(মুজামু কবীর, /১৩৪, নং: ৭৬১১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমামে আহলে সুন্নাত ও মসজিদের আদব

     রমযানের বরকতময় মাস ছিলো আর ভারতের ঐতিহাসিক শহর বেরেলী শরীফের মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। অপর দিকে এত প্রচণ্ড শীত ছিলো যে, মানুষ গরম কাপড় পরিধান করে লেপের মধ্যে প্রবিষ্ট ছিলো। কিন্তু আলা হযরত ইমামে