Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

মসজিদের প্রতি বেয়াদবীর বিভিন্ন ধরণ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনা কৃত ঘটনা থেকে অনুমান করুন যে, লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর অন্তরে মসজিদের আদব সম্মানের প্রতি কেমন উৎসাহ উদ্দীপনা ছিলো যে, বৃষ্টি প্রচণ্ড শীতের মধ্যে নিজে তো কষ্ট ভোগ করলেন, কিন্তু মসজিদের মধ্যে এক ফোঁটা পানিও পড়তে দেননি

    কিন্তু আফসোস! আমাদের সমাজে অনেক লোক এমন রয়েছে, মসজিদের আদবের ব্যাপারে একেবারেই অজ্ঞ সাধারণত লোকেরা অযু করার পর মসজিদের দেওয়াল ফ্লোরের উপর পায়ের চিহ্ন বসিয়ে দেয়, আর চেহারা   হাত থেকে পানির ফোঁটা টপকে পড়ে অযুর অঙ্গ থেকে পানির ফোঁটা মসজিদে পড়া নাজায়িয গুনাহ (বাহারে শরীয়াত, /৬৪৭) এভাবে রমযান শরীফের মধ্যে ইতিকাফকারী কতিপয় ব্যক্তি মসজিদের সম্মানকে পিছনে ফেলে গল্প, অট্ট-হাঁসি, পান চর্বন করে এবং মসজিদের কোন কোণায় থুথু ফেলতে দেখা যায় কখনো মসজিদের দেয়ালে দাগ ফেলে দেয় এই ধরণের কাজ করাতে মসজিদের পবিত্রতা নষ্ট নয় মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ পাক নিজেই হুকুম দিয়েছেন যেমনিভাবে ১ম পারা, সূরা বাকারার ১২৫নং আয়াতে ইরশাদ করেন:

وَ عَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ  وَ اِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ  لِلطَّآئِفِیۡنَ وَ الۡعٰکِفِیۡنَ وَ الرُّکَّعِ  السُّجُوۡدِ )۱۲۵(

(পারা- , সূরা- বাকারা, আয়াত- ১২৫)