Book Name:Masjid Ke Adaab
আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শাময়ে রিসালাত, মাওলানা ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ফয়যানে রমযান থেকে ফয়েয প্রাপ্ত হওয়ার জন্য মসজিদে ইতিকাফ রত ছিলেন। প্রতিটা মূহুর্তে আল্লাহ পাকের স্মরণ ও মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিকিরে অতিবাহিত করছিলেন। লোকেরা মাগরীবের নামায আদায় করে চলে যাচ্ছিলো আর এখন ঘড়ির কাটা ইশারের সময় নিকটবর্তী হওয়ার সংবাদ দিচ্ছিলো। আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইশার নামাযের জন্য অযু করার চিন্তা করলেন, কিন্তু সেখানে বৃষ্টির ঠান্ডা পানি থেকে বেঁচে অযু করার অন্য কোন জায়গা ছিলো না। মসজিদে করলেতো মসজিদের ফ্লোর ব্যবহৃত পানি দ্বারা অপবিত্র ভিজে যেতে পারে এবং বাইরেও যাওয়া যাচ্ছে না। তবে এখন কি করা যায়? আল্লাহ পাক যাকে তার দ্বীনের জন্য নির্বাচিত করেছেন, তাকে বুদ্ধি ও বিচক্ষণতাও প্রদান করেন। অতঃপর আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই মাসয়ালার এত সুন্দর সমাধান বের করলেন, যা দেখে প্রতিটা মসজিদের আদবকারীরা অবাক হয়ে উঠবে যে, আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার পরিধানের লেপকে ভাজ করে মোটা করলেন এবং তাতে বসে অযু করে নিলেন, আর সারা রাত কেঁপে কেঁপে জাগ্রত থেকে অতিবাহিত করলেন। কিন্তু অযুর পানির একটি ফোঁটাও মসজিদের ফ্লোরে পড়তে দেননি।
(ফয়যানে আ’লা হযরত, ১২১ পৃষ্ঠা)