Book Name:Masjid Ke Adaab
পাক তো সমস্ত বাদশাহ্দের বাদশাহ্, তাঁর মর্যাদা ও সম্মান সবার উপরে।
সায়্যিদুনা ইমামে আযমের মূল্যবান পাগড়ী ও পোশাক
মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ৫১৭ পৃষ্ঠা সম্বলিত কিতাব “ইমামা কি ফাযায়েল” এর ১৮৪ পৃষ্ঠায় রয়েছে; হযরত সায়্যিদুনা ইমামে আযম আবু হানিফা رَضِیَ اللهُ عَنْہُ রাতের নামাযের জন্য একটি মূল্যবান পোশাক সেলাই করে রেখেছিলেন। যেটাতে পাঞ্জাবী পায়জামা, পাগড়ী, চাদর এবং সেলোয়ারও ছিলো। সেটার মূল্য ১৫০০ দিরহাম ছিলো।
তিনি رَضِیَ اللهُ عَنْہُ সেটা প্রতিদিন রাতে পরিধান করতেন এবং বলতেন: اَلتَّزَیُّنُ لِلّٰہِ تَعَالٰی اَوْلٰی مِنَ التَّزَیُّنِ لِلنَّاسِ অর্থাৎ আল্লাহ পাকের জন্য সাজ-সজ্জা গ্রহণ করা, লোকদের জন্য সাজ-সজ্জা করার চেয়েও উত্তম।
(তাফসীরে রুহুল বয়ান, ৮ম পারা, সূরা- আরাফ, আয়াত- ৩১, ৩/১৫৪)
মসজিদে উপস্থিতির জন্য সাজ-সজ্জা গ্রহণ করতে আল্লাহ পাক নিজেই হুকুম দিয়েছেন। যেমনি ভাবে- ৮ম পারা, সূরা আরাফের ৩১নং আয়াতে ইরশাদ করেন:
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে আদম সন্তানগণ! নিজের সুন্দর পোশাক পরিধান করো যখন মসজিদে যাও।