Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

এই পরিমান কষ্ট হয় যেমণিভাবে মানুষের চোখে সামান্য ময়লা পড়লে কষ্ট হয় (জযবুল কুলুব, ২২ পৃষ্ঠা)

() মসজিদের দেওয়ালে, এর কার্পেট, চাটাই, বা বারান্দার উপরে, অথবা এর নিচে থুথু ফেলা, নাক সাফ করা, নাকে, বা কান থেকে ময়লা বের করা, লাগানো মসজিদের কার্পেট বা চাটাই থেকে সুতা বা খড় ইত্যাদি ছিড়ে ফেলা নিষেধ

() প্রয়োজনের অনুসারে মসজিদের ভিতর নিজের রুমাল ইত্যাদি দ্বারা নাক পরিস্কার করাতে কোন ক্ষতি নেই

() মসজিদের ঝাড়ু দেওয়ার ফলে যে ময়লা আবর্জনা বের হয় তা এমন জায়গায় ফেলবেন না যেখানে বে আদবী হয়

() জুতা খুলে মসজিদে সাথে নিয়ে যাওয়া উচিত, তবে ময়লা আবর্জনা ইত্যাদি বাইরে ঝেড়ে ফেলুন, পায়ের তলার মধ্যে ধূলির কনাও লেগে থাকে, তবে তা রুমাল ইত্যাদি দিয়ে মুছে মসজিদে প্রবেশ করুন মসজিদের মধ্যে ধুলির কোন কণাও যেন পড়তে না পারে

() মসজিদের অযু খানার অযু করার পরে, পা অযু খানায় ভালভাবে শুকিয়ে নিন, ভিজা পা নিয়ে চললে মসজিদে কার্পেটে দৃর্গন্ধ ময়লা আবর্জনার যুক্ত অসুন্দর হয়ে যায়

(৭) মসজিদেও এক দরজার থেকে অন্য দরজায়ে প্রবেশের সময় উদাহারণস্বরূপ- বারান্দার প্রবেশ করলেন তখনো আবার বারান্দা থেকে ভিতরের অংশে প্রবেশ করলে, যখনি প্রবেশ করবে ডান পা অগ্রসর করবেন, এমনকি যদি কাতার দাঁড়িয়ে