Book Name:Masjid Ke Adaab
জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।” এক ব্যক্তি আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মসজিদ কি চলাচলের রাস্তায় নির্মাণ করা যাবে? ইরশাদ করলেন: “হ্যাঁ! আর সেখান থেকে ধূলাবালি পরিস্কার করা বড় চক্ষু বিশিষ্ট হুরদের মহর।” (মাজমাউয জাওয়ায়েদ, কিতাবুস সালাত, বাবু বিনারিল মসজিদ, ২/১১৩, হাদীস- ১৯৪৯) জানা গেলো, মসজিদ পরিস্কার করা অনেক মহান ও ফযীলতের কাজ। আসুন! এ প্রসঙ্গে একটি বর্ণনা শুনি:
মসজিদ পরিস্কারের জন্য অনন্য পুরস্কার
হযরত সায়্যিদুনা উবাইদ বিন মারযুক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; মদীনা শরীফের মধ্যে এক মহিলা মসজিদ পরিস্কার করতো। যখন তার ইন্তেকাল হয়ে গেলো, তখন হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট এই সংবাদটি পৌঁছানো হয়নি। একদা হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐ কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন জিজ্ঞাসা করলেন: “এটা কার কবর?” তখন সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: উম্মে মিহজনের। ইরশাদ করলেন: “সেই! যে মসজিদ পরিস্কার করতো?” সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: জ্বি, হ্যাঁ। তখন হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লোকদেরকে ঐ কবরের পাশে কাতার তৈরী করার হুকুম দিলেন এবং তার জানাযার নামায আদায় করালেন। তারপর ঐ মহিলাকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন: “তুমি কোন আমলটি উত্তম পেয়েছো?” সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সে কি শুনছে? ইরশাদ