Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

করলেন: তোমরা তার চেয়ে বেশি শুনছোনাতারপর রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এই মহিলাটি আমার প্রশ্নের উত্তরে বললেন: মসজিদ পরিস্কার করার আমলটি আমি সবচেয়ে উত্তম পেয়েছি

(আত-তারগীব ওয়াত-তারহীব, হাদীস নং: , ১ম খন্ড, ১২২ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! মসজিদের প্রতি ভালবাসা এবং এটার পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যে অংশ নেওয়া কেমন উত্তম আমল এর বরকতে মহিলার জানাযার নামায আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পড়িয়েছেন এই ঘটনা শুনার পর ৩টি কথার জরুরী ব্যাখ্যাও শুনে নিন:

    () শরীয়াতে পর্দার যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকাশ্য হায়াতের সময় মহিলারা মসজিদে জামায়াত সহকারে নামায আদায় করতো তারপর অবস্থার পরিপ্রেক্ষিতে মহিলাদেরকে মসজিদে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে ফতোওয়ায়ে রযবীয়ার মধ্যে রয়েছে: আমীরুল মুমিনীন, ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ মহিলাদের মসজিদে আসতে নিষেধ করেন উম্মুল মুমিনীন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে অভিযোগ করা হলো, (তখন ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর পক্ষ হয়ে বললেন:) হুযুরের পবিত্র যুগেও যদি এই অবস্থা হতো, তবে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতেন না

(ফতোওয়ায়ে রযবীয়া, ৯ম খন্ড, ৫৪৯ পৃষ্ঠা থেকে সংকলিত)