Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী বযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মসজিদের আদবের প্রতি খুব দৃষ্টি রাখেন এক ইসলামের ভাইয়ের বর্ণনা যে, একবার শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মসজিদে প্রবেশের পূর্বে জুতা খুললেন, উভয় পা কাপড় দ্বারা পরিষ্কার করলেন তারপর মসজিদে প্রবেশ করলেন মাদানী মুযাকারার এর কারণ বর্ণণা করে বলেন: মসজিদে প্রবেশ করার সময় কাপড় দ্বারা নিজের পা পরিষ্কার করে নিই, যাতে মাটির কণাও মসজিদে চলে না যায়, আরো বলেন: আমি সুন্নাতের উপর আমল করার নিয়্যতে দাঁড়ি ভ্রু তে তেল লাগিয়ে, কিন্তু তা খুব ভালভাবে পরিষ্কার করে নিই, যাতে তৈলের চর্বিতে মসজিদ মলিন হয়ে না যায়

    আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বেশীর ভাগ পকেটে পলিথিন রাখতেন। মসজিদের কার্পেটে পড়ে থাকা চুল খড়খুটা ইত্যাদি উঠিয়ে সেখানে রেখে দিতেন এবং কখনো কখনো অধিক পলেথীন রাখতেন। যে গুলো অন্যান্য ইসলামী ভাই কে উৎসাহিত করে উপহার দিতেন, আর এমনি ভাবে মসজিদে থেকে খড়খুটা ইত্যাদি উঠানোর মন মানষিকতা তৈরী করতেন। মসজিদের আদবের ব্যাপারে আরো জানার জন্য শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা মসজিদ সুবাসিত রাখুনমাকতাবাতুল মদীনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করে নিজে ও পড়ুন এবং অন্য ইসলামী ভাইয়কে সামর্থ্য অনুযায়ী উপহার দিন। দাওয়াত ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net এর