Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

মসজিদের প্রয়োজন, সেখানে খোদ্দামুল মাসাজিদ বিভাগের যিম্মাদাররা সে সব এলাকা কাবিনা মুশাওয়ারাতের নিগরানের মাধ্যমে দারুল ইফতা আহলে সুন্নাত থেকে শরয়ী দিক নিদের্শন নিয়ে জায়গা (Plot) সংগ্রহের চেষ্টা এবং সুন্দর ভাবে নির্মানের ব্যবস্থা করেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কয়েকটি সুন্নাত আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালবাসলো, সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে (মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, /৯৭, হাদীস ১৭৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ঘুমানো ও জাগ্রত হওয়ার সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ১০১ মাদানী ফুলপুস্তিকা থেকে ঘুমানো ও জাগ্রত হওয়ার সুন্নাত ও আদব শুনি: * শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়, * শয়ন করার আগে এ দোয়াটি পড়ে নিন: اَللّٰہُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْیٰ অনুবাদ: হে আল্লাহ পাক! আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হবো। (অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই) (বুখারী শরীফ, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ১৯৬, হাদীস নং- ৬৩২৫) * আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়।