Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

(ইত্তে হাফুস সাদাতুল মুত্তাকীন, কিতাব আসরারুস মলাত ওয়া মহিম্মাতু হা আল বাবুল আউয়াল, /৫০)

() মসজিদে অট্ট হাঁসি দেয়া কবরে অন্ধকার বয়ে আনে

(আল জামেউস সগীর, ফসলু ফিল মাহাল্লাহ বালা মিন হাজাল হরফ /৩২২, হাদীস- ৫২৩১)

মসজিদে মোবাইল ফোনের রিং বন্ধ রাখুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সব শাস্তির কথা সামনে রেখে নিজেকে ধ্বংস থেকে বাঁচান মসজিদের আদব রক্ষা করে কথার প্রতি খেয়াল রাখুন যে, মসজিদে চলার সময় পায়ের আওয়াজ যাতে না হয় হাতের লাঠির আওয়াজ, হাত পাকা, জুতা, ব্যাগ, বাসন, ইত্যাদি কোন জিনিষই এমনভাবে রাখবেন না যাতে আওয়াজ সৃষ্টি হয় যদি মোবাইল ফোন থাকে, তবে মসজিদে তার রিং বন্ধ রাখুন আফসোস! বর্তমান সময়ে এই ব্যাপারে সতকর্তা খুবই কম এমনকি মসজিদুল হারাম শরীফের মধ্যে তাও আবার কাবা তাওয়াফ করার সময় মোবাইল ফোনের রিং বরং আল্লাহ পানাহ্! মিউজিক্যাল টিউন বাজতে থাকে মিউজিক্যাল টিউন তো মসজিদ ছাড়া নাজায়িয গুনাহ্ তো মসজিদের মধ্যে এই হুকুম আরো কঠোর হবে)

নেক আমল নং ৪৯:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মসজিদের আদব শিক্ষার জন্য ইলমে দ্বীন অর্জন করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করুন১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ “৭২টি নেক আমল” এর পুস্তিকা