Masjid Ke Adaab

Book Name:Masjid Ke Adaab

বের করে দিলেন ইরশাদ করলেন: তোমরা আল্লাহ পাকের ঘরকে দুনিয়ার বাজার বানিয়ে রেখেছ অথচ এটা আখিরাতের বাজার(তাম্বীহুল মুগতারিন, আল বাবুস আলিস, ১৬২ পৃষ্ঠা)

    হযরত সায়্যিদুনা সাইব বিন ইয়াজিদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আমি মসজিদে শুয়ে ছিলাম, তখন কেউ আমাকে কংকর মারল আমি দেখলাম, তিনি আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন তিনি আমাকে বললেন দুই ব্যক্তির নিকট যাও! যারা জোরে জোরে কথা বলছিল আমার কাছে নিয়ে এসো আমি দুইজন কে নিয়ে তাঁর কাছে উপস্থিত হলাম আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় থাকো? তারা বলল: আমরা তায়েফে বসবাস করি আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ বললেন: যদি তোমরা মদীনার অবস্থানকারী হতে, তবে আমি তোমাদের কঠোর শাস্তি দিতাম তোমরা রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মসজিদে উচুঁ আওয়াজে কথাবার্তা বলছিলে (বুখারী, /১৮৭, হাদীস- ৪৭০)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু চিন্তা করুন। একদিকে তো তারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা মসজিদের আদবের সত্যি খুব বেশি খেয়াল রাখতেন। আর অন্যদিকে আমরা, মসজিদের আদবের প্রতি একেবারে অজ্ঞ, অনর্থক কথা তো রয়েছে। অনেক সময় কিছু লোক আল্লাহর পানাহ্! অশ্লীল কথা পর্যন্ত বলে ফেলে। এই ধরনের অসম্মান সাধারণত বিয়ে বা