Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

অকৃতজ্ঞতা অভিযোগ করতে থাকি তবে এতে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এবং হতে পারে আমাদের থেকে এই নেয়ামতও ছিনিয়ে নিবেন আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, যা গণনা করা মানুষের জ্ঞানে সম্ভব নয়, তাঁর প্রত্যেকটি নেয়ামত অসংখ্য হিকমতের সমষ্টি, যদিও বর্তমানে সায়ন্স (Science) অনেক বেশী উন্নতি করেছে এবং নতুন নতুন জিনিষ আবিস্কৃত হচ্ছে কিন্তু পৃথিবী আজ পর্যন্ত এমন কোন যন্ত্র (Device) বা পদ্ধতি আবিস্কার করতে পারেনি যার দ্বারা আল্লাহ পাকের অসংখ্য নেয়ামত সমূহের সংখ্যা নিরুপন করা যায়, আল্লাহ পাক স্বয়ং ১৪ পারার সুরা আন নাহলের ১৮ নং আয়াতে ইরশাদ করেন:

وَ اِنۡ تَعُدُّوۡا نِعۡمَۃَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ

(পারা ১৮, সূরা আন নাহল, আয়াত ১৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যদি আল্লাহর অনুগগ্রহ সমূহ গণনা করো, তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না

 

    অর্থাৎ বান্দাকে সৃষ্টি করাতে আল্লাহ পাকের যতো নেয়ামত রয়েছে, যেমন; সুস্থ শরীর, বিপর্যয় থেকে মুক্ত দেহ, সুস্থ চোখ, সাধারণ জ্ঞান, এমন শ্রবণশক্তি যা বিষয়কে বুঝতে সাহায্য করে, হাত দ্বারা ধরা, পা দিয়ে চলাফেরা করা ইত্যাদি আরো যতো নেয়ামত বান্দাকে দান করেছেন, যা বান্দার দ্বীনি ও দুনিয়াবী প্রয়োজন পূরনের জন্য সৃষ্টি করা হয়েছে তা এতই বেশী যে, এর গণনা করা সম্ভবই নয়, এমনকি যদি কেউ আল্লাহ পাকের ছোট্ট কোন নেয়ামতের পরিচিতি অর্জনের চেষ্টা করে তবে অর্জন করতে পারবে না, আর ঐ নেয়ামত সমূহের কি অবস্থা হবে যা