Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
কিছু জিনিস উপস্থাপন করবো যা আপনাকে এই চাটাইয়ে জড়িয়ে থাকার প্রতি অমুখাপেক্ষী করে দিবে। সে বললো: আমার এসব কিছুর প্রয়োজন নেই। এ কথা বলে সে আমার সাথে যেতে অস্বীকৃতি জানালো এবং আমি ফিরে এলাম। (তার কথা শুনার পর) আমার নিজেকে খুবই নগন্য মনে হলো। আমি (মনে মনে) বললাম: আমি দামেশকে আমার চেয়ে বেশী সম্পদশালী আর কাউকে দেখিনি তবুও আমি আরো অন্বেষণে রয়েছি! অতঃপর আমি আল্লাহ পাকের দরবারে আরয করলাম: হে আল্লাহ পাক! আমি তোমার দরবারে আমার এই অবস্থার জন্য তাওবা করছি। এভাবেই আমি তাওবা করলাম এবং কেউ জানতেও পারলো না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা! আল্লাহ পাকের সেই নেক বান্দা জনসমাগম থেকে দুরে বিরান ভূমিতে চাটাই জড়িয়ে আল্লাহ পাকের যিকির ও প্রশংসায় ব্যস্ত ছিলো আর যখন দামেশকবাসী লোকটি তার এই অবস্থায় থাকার কারণ জানতে চাইলো তখন কুরবান হয়ে যান যে, সেই আল্লাহর নেক বান্দা অভিযোগ-অনুযোগ এবং নিজের দুরাবস্থার কথা শুনানোর পরিবর্তে আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, তাছাড়া তার আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তথা ভরসাও অত্যন্ত মহান এবং অনুসরন যোগ্য যে, যখন দামেশকবাসী তাকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং