Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

 

জাতির উন্নতি অবনতি সম্পর্কিত আল্লাহর বিধান

    কুদরতের এই বিধান যে, কোন জাতিকে নেয়ামত দান করে ততক্ষণ পর্যন্ত সেই নেয়ামতকে আযাবে পরিবর্তন করেন না, যতক্ষণ না সেই জাতি নিজের মন্দ আমলের কারণে নিজেই নিজেকে এই নেয়ামতের অযোগ্য প্রমাণ করে না পূর্ববর্তী বর্তমান জাতির উন্নতি অবনতির জন্য এটিই অটল বিধান যে, নেয়ামতের কৃতজ্ঞতা হক আদায় করাতে নেয়ামত বৃদ্ধি পায় এবং অকৃতজ্ঞতার জন্য শাস্তি দেয়া হয় এখানে এই বিষয়টি মনে রাখবেন যে, কুদরতের এই বিধান শুধুমাত্র অমুসলিম জাতির জন্য নয় বরং মুসলমানও যদি সেই উম্মত্ততায় চলে, তবে আল্লাহ পাক তাদের কাছ থেকেও নিজের দানকৃত নেয়ামত ফিরিয়ে নেন এবং তাদেরও অপমান অসম্মানের মুখোমুখি হতে হয়, যেমন; মুসলমানের উন্নতি অবনতির কারণের অর্ন্তনিহিত জ্ঞানের অধিকারীরা খুবই জানে যে, যতক্ষণ মুসলমান আল্লাহ পাকের দানকৃত নেয়ামতের হক আদায় করেছে ততক্ষণ উন্নতির চরম শিখরে প্রতিষ্ঠিত ছিলো, দুনিয়ার বড় বড় সুপার পাওয়ারও (Super Powers) তাদের শাসনের অধীনে ছিলো এবং অমুসলিমরা মুসলমানের নাম শুনে কাঁপতে থাকতো আর যখন থেকে মুসলমানেরা নেয়ামতের কৃতজ্ঞতা এবং এর হক আদায় করাতে উদাসীন হলো তখন থেকে তাদের শক্তি অমুসলিমদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার শেষ হতে আরম্ভ করলো (সীরাতুল জিনান, /২৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد