Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
মুখ দ্বারা কৃতজ্ঞতা আদায় করুন!
আল্লাহ পাকের পক্ষ থেকে অর্জিত প্রত্যেক নেয়ামতের জন্য বরং সর্বাবস্থায় কৃতজ্ঞতা আদায় করে মূখে “اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ عَلٰی كُلِّ حَال” বলার অভ্যাস গড়ে নিন।
নফল নামায আদায় করুন
আল্লাহ পাকের নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার নিয়্যতে নফল নামায আদায় করুন, নেয়ামত প্রাপ্তিতে সিজদায়ে শোকর আদায় করা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত। যেমনটি হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কোন প্রকার খুশি অর্জিত হতো তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিজদায়ে শোকর আদায় করতেন।
কুরআনের তিলাওয়াত করুন
অনুরূপভাবে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি উত্তম পদ্ধতি হলো; যেই আল্লাহ পাক আমাদের এই নেয়ামত দান করেছেন তাঁরই কালাম (কুরআনে করীম) এর তিলাওয়াত করুন, বিশেষকরে সূরা আর রহমান এর তিলাওয়াত, অনুবাদ ও তাফসীর পাঠ করুন যে, এতে আল্লাহ পাক জান্নাতের অসংখ্য নেয়ামতের বর্ণনা করেছেন, এরূপ করাতে জান্নাতের সেই নেয়ামত পাওয়ার আগ্রহ সৃষ্টি হবে এবং নেক আমলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে।