Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

নেয়ামত আল্লাহ পাক ইরশাদ করেন: যখন তুমি জেনে যাবে যে, সকল নেয়ামত আমার পক্ষ থেকে এবং তাতে সন্তুষ্ট থাকবে তবে এটাই হলো কৃতজ্ঞতা আদায় করা (ইহইয়াউল উলুম, /১০৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

শোকর কে ফাযায়িলকিতাবের পরিচিতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কৃতজ্ঞতা জ্ঞাপনের আরো ফযীলত উপকারীতা এবং আকর্ষনীয় তথ্য (Interesting information) জানার জন্য দাওয়াতে ইসলামীর মাকতাবাতুল মদীনার প্রকাশিত শোকর কে ফাযায়িলকিতাবটি অধ্যায়ন করুন اَلْحَمْدُ لِلّٰه এই কিতাবে বুর্যুগগণের কৃতজ্ঞতা প্রকাশের ধরন, কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি, কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের ঘটনা, নেয়ামত বৃদ্ধির কারণ, বিভিন্ন দোয়া, কৃতজ্ঞতা আদায় করার ফযীলত আর অকৃতজ্ঞদের জন্য সতর্কবার্তা এবং অনেক মাদানী ফুল বর্ণনা করা হয়েছে সুতরাং আজই এই কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে উপযুক্ত মূল্যে সংগ্রহ করে নিজেও অধ্যায়ন করুন এবং অন্যদেরও পড়ার জন্য উৎসাহিত করুন দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকে এই কিতাবটি পাঠ করতেও পারবেন, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউটও (Print Out) করতে পারবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد