Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
চৌক দরস
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ, আমরা যেনো সর্বদা আল্লাহ পাক প্রদত্ত নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং সাব ইউনিটের ১২টি দ্বীনি কাজে সত্বঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি। সাব ইউনিটের ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো চৌক দরস। মসজিদ ও ঘর ছাড়াও যেই স্থানে (চৌক, বাজার, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান ইত্যাদি) যেই মাদানী দরস দেয়া হয়, তাকে দা’ওয়াতে ইসলামীর পরিভাষায় চৌক দরস বলে। চৌক দরসের উদ্দেশ্য হলো এমন মানুষকে নেকীর দাওয়াত দেয়া, যারা মসজিদে আসে না, যেনো তারাও মসজিদে আসে, জামাআত সহকারে নামায আদায়কারী হয়ে যায় এবং দা’ওয়াতে ইসলামীর বার্তাকে গ্রহণ করে সুন্নাতের পথে পরিচালিত হয়ে যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! মানুষের জীবন অতিবাহিত করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় আল্লাহ পাক আমাদের সেই সব নেয়ামত দান করেছেন, খাওয়া-দাওয়ার লাখো উপকরণ এবং এতে বিভিন্ন স্বাদ আল্লাহ পাকেরই নেয়ামত, শরীরকে ঢাকার জন্য এবং শীত-গ্রীস্মের প্রভাব থেকে বাঁচার জন্য পোষাক আল্লাহ পাকের নেয়ামত, দূর-দুরান্তে সহজে ভ্রমনের জন্য বিভিন্ন যানবাহনও আল্লাহ পাকের নেয়ামত, মোটকথা আল্লাহ পাকের এক একটি নেয়ামত স্বয়ং হাজারো নেয়ামতের সমষ্টি।