Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
পাকের এই নেয়ামত সমূহের কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রতি আমাদের মনোযোগ পর্যন্ত নেই, অথচ চোখ কত বড় নেয়ামত তা কোন অন্ধকে জিজ্ঞাসা করুন, কথা বলার ক্ষমতা কত মহান নেয়ামত তা কোন বোবাকে জিজ্ঞাসা করুন, সর্বাবস্থায় আমাদের সম্পূর্ণ শরীর আল্লাহর নেয়ামতের কেন্দ্র স্বরূপ, এমনকি আমদের মুখের থুথুও (Spit) অনেক বড় একটি নেয়ামত। যাকে আমরা ঘৃণ্য মনে করি, এর গুরুত্ব তাকেই জিজ্ঞাসা করুন, যার মুখে থুথুর (Spit) পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের (Parts of body) কৃতজ্ঞতা শুধুমাত্র এটাই নয় যে, বান্দা মুখে বলে দিলো; হে আল্লাহ পাক! তোমার কৃতজ্ঞতা বরং এর কৃতজ্ঞতা কিভাবে আদায় করবে, আসুন! সে ব্যাপারে একটি ঘটনা শ্রবণ করি।
শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা কি?
হযরত মুহাম্মদ বিন হানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের কোন এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন; এক ব্যক্তি হযরত আবু হাযেম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলেন: “হে আবু হাযেম! চোখের কৃতজ্ঞতা কিরূপ?” তিনি বললেন: “এর দ্বারা ভালো কিছু দেখলে তবে তা প্রকাশ করো এবং যদি খারাপ কিছু দেখো তবে তা গোপন করো।” সে আরয করলো: “কানের কৃতজ্ঞতা কি?“ তিনি বললেন: “যদি এর দ্বারা ভালো কথা শুনো তবে তা স্মরণ রাখো এবং যদি খারাপ কথা শুনো তবে তা গোপন করো।” সে আরয করলো: “হাতের কৃতজ্ঞতা কি?” আবু হাযেম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: “এর দ্বারা এমন বস্তু অর্জন করোনা যা তার জন্য জায়েয নয় এবং এর মধ্যে যা