Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

চাটাই অবশিষ্ট রইলো কিন্তু সে তবুও আল্লাহ পাকের প্রশংসায় মশগুল রইলো অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাই ওয়ালাকে বললো: এখন তুমি কি কারণে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? সে বললো: আমি সেই নেয়ামতের কারণে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি: যদি আমি সারা দুনিয়ার সম্পদও দিয়ে দিই তবুও সেই নেয়ামত আমি পাবো না অপর ব্যক্তিটি জিজ্ঞাসা করলো: তা কি? সে উত্তর দিলো: তুমি কি নিজের চোখ, জিহবা, হাত পা ইত্যাদি দেখছো না (যে, এসবও আল্লাহ পাকের কত বড় নেয়ামত)?

(শুয়াবুল ঈমান, /১১২, হাদীস ৪৪৬২)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই নসিহতপূর্ণ ঘটনা থেকে জানতে পারলাম যে, কৃতজ্ঞতা শুধু ধন সম্পদ ও আনন্দ অর্জনে করা হয় না বরং সর্বাবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিৎ, কিন্তু আফসোস! আমাদের অবস্থা এমন যে, খুশি ও ধন সম্পদ অর্জনে তো আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর যদি সামান্য দুঃখ, কষ্ট, পেরেশানী, অসুস্থতা বা অভাব-অনটন অনুভূত হয় তখন অভিযোগের বন্যা বইয়ে দিই, অথচ মানুষ যদি নিজেকে নিয়ে সামান্য চিন্তা করে তবে তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া হাজারো নেয়ামত দৃষ্টিগোচর হবে। সে সারা জীবনই আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও কম হবে আসলে এটাই বাস্তবতা যে, যদি মানুষকে পুরো সৃষ্টি জগতের সম্পদ দিয়ে দেয়া হয় এবং চোখ, কান, বাকশক্তি, হাত ও পা এর মতো নেয়ামত না দেয়া হয় তখনই সে এর গুরুত্ব অনুধাবন করতে পারবে, আল্লাহ